Suggested text:Our website address is: https://alimarket.com.bd

AliMarket এ আপনাকে স্বাগতম। আমরা আমাদের ওয়েবসাইট ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষায় সদা তৎপর, তাই আপনাদের তথ্যের গোপনীয়তা রক্ষায় আমরা একটি গোপনীয়তা নীতিমালায় প্রকাশ করছি যেখানে আমরা কিভাবে আপনাদের গোপনীয়তা রক্ষা করবো তার বিস্তারিত ভাবে বর্ণণা করা হয়েছে।

আপনার ব্যক্তিগত তথ্যসমূহ কিভাবে আমরা সংগ্রহ, ব্যবহার ও প্রকাশ করি (বিশেষ শর্তাবলীর মাধ্যমে), সেটা এই গোপনীয়তার নীতিমালা খুব ভালভাবে ব্যাখ্যা করে। এই গোপনীয়তার নীতিমালা সেসব পদক্ষেপকেও ব্যাখ্যা করে, যার মাধ্যমে আমরা আপনার ব্যক্তিগত তথ্যসমূহকে সুরক্ষিত রেখেছি। সবশেষে, এই গোপনীয়তার নীতিমালা আপনার ব্যক্তিগত তথ্যের সংগ্রহ, ব্যবহার এবং প্রকাশ সম্পর্কে সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান করে। এই সাইটে সরাসরি অথবা অন্য মাধ্যমে প্রবেশের মাধ্যমে আপনি নীতিমালাটি মেনে নিলেন।

ব্যক্তিগত তথ্যঃ

আপনি যখন আমাদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করেন তখন আপনার ফোন নাম্বার অথবা জিমেইল নেয়া হয়। পরবর্তীতে আপনি যখন অর্ডার দিতে যান তখন আপনার নাম, ফোন নাম্বার, ইমেইল এড্রেস, ঠিকানা সংগ্রহ করি। আপনার যাবতীয় তথ্য আমরা নিরাপদ ও সুরক্ষিত সার্ভারে সংগ্রহ করি এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে থাকি।

লেনদেন সংক্রান্ত তথ্যঃ

অনলাইন লেনদেনের ক্ষেত্রে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের ব্যবহার বৃদ্ধির সাথে সাথে প্রতারক চক্রের সংখ্যাও বেড়ে চলেছে আর তাই আপনাদের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা আমাদের ওয়েবসাইটে ব্যবহার করছি বাংলাদেশের সিকিউরড ও ইউজার ফ্রেন্ডলি পেমেন্ট গেটওয়ে Bkash, Nagad & Bank যা আপনার অনলাইন পেমেন্টকে করবে ১০০% নিরাপদ।

তথ্য সরবরাহঃ

আমরা আপনার ব্যক্তিগত তথ্য অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কে প্রদান করি না। শুধুমাত্র আপনার অর্ডারকৃত পণ্য কুরিয়ার করার ক্ষেত্রে কুরিয়ার সার্ভিস কোম্পানিকে দেয়া হয়। সেইক্ষেত্রে কুরিয়ার সার্ভিস কোম্পানি তাদের ব্যবসায়িক প্রমোশন বা অন্য কাজে এই তথ্য ব্যবহার করলে তার দায়ভার সম্পূর্ণ আমাদের দায়বদ্ধতার বাইরে। তবে দেশের আইন প্রযোগকারী কোন সংস্থা যদি দেশের কাজে তাদের কোন তদন্তের প্রয়োজনে তথ্য চায় সেই ক্ষেত্রে আমরা দিতে বাধ্য থাকবো।

ডেটা সংগ্রহ সম্পর্কিত তথ্যঃ

আপনার অর্ডার প্রসেস করতে আপনার দেওয়া তথ্য আমরা ব্যবহার করবো এবং আপনার অনুরোধের ভিত্তিতেই আমাদের ওয়েবসাইটে প্রয়োজনীয় সার্ভিস ও তথ্য দিয়ে আপনাকে সহায়তা করবো। পরবর্তীতে, আপনার অ্যাকাউন্ট পরিচালনার জন্য আপনার দেওয়া তথ্য আমরা ব্যবহার করবো এবং আপনার পেমেন্টের কাজে ব্যবহৃত সকল অর্থনৈতিক লেনদেন যাচাই এবং সম্পন্ন করব। আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড হওয়া সকল ডেটা অডিট করা হয়ে থাকে এবং আমাদের ব্যবহারকারীর ডেমোগ্রাফীর উপর রিসার্চ করতে পারি। আমাদের থেকে যদি কোন বিজ্ঞাপন সংক্রান্ত তথ্য পেতে না চান, তাহলে অপশনটি দেখা থেকে বিরত থাকতে পারেন।

গোপনীয়তা নীতিমালা পরিবর্তনঃ

এই গোপনীয়তা নীতিমালাটি alimarket.com.bd এর কর্তৃপক্ষ যেকোন সময়ে পরিবর্তন করার অধিকার রাখে। আমাদের গোপনীয়তা নীতিমালায় যদি কোন পরিবর্তন আনা হয়, সেই ক্ষেত্রে পরিবর্তিত গোপনীয়তা নীতিমালাটি আমরা এখানে রাখবো।

আপনার সম্মতিঃ

আমাদের ওয়েবসাইট ব্যবহার করার মাধ্যমে আপনি এই গোপনীয়তা নীতিমালায় সম্মতি প্রকাশ করছেন। আমাদের গোপনীয়তা নীতিমালা নিয়ে আপনার যদি কোন প্রশ্ন বা জিজ্ঞাসা থেকে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করার অনুরোধ করা হলো।

আপনার অধিকারঃ

আপনি যদি আপনার ডেটা সম্পর্কে সচেতন থাকেন আপনার ব্যক্তিগত ডেটার নাগাল পাওয়ার অধিকার আপনার আছে, যেগুলো আমরা ধারণ করি অথবা প্রসেস করে থাকি। আপনার ডেটা ফি চার্জের কোন অসংগতিকে সংশোধন করার অধিকার আপনার আছে। যে কোন পর্যায়ে সরাসরি মার্কেটিং এর উদ্দেশ্যে ব্যক্তিগত ডেটা বন্ধের অনুরোধ জানানোর অধিকার আপনার আছে।